আফগানিস্তানে ইউক্রেনের বিমান ছিনতাই

আফগানিস্তানে আটকাপড়া ইউক্রেনের নাগরিকদের ফিরিয়ে আনতে যাওয়া একটি বিমান কাবুল এয়ারপোর্ট থেকে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিমানটি ছিনতাই করেছে বলে রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে।

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়াভড্রেইনি ইয়ানিয়ান রাশিয়ান বার্তা সংস্থা তাস-কে এই খবর নিশ্চিত করে বলেছেন, অজানা দুর্বৃত্তরা বিমানটি ছিনতাই করে ইরানের দিকে গেছে। উড্ডয়নের পরই বিমানটি ছিনতাই করা হয়।

তিনি আরও বলেন, ‘গত রোববার আমাদের একটি বিমান ছিনতাই করে নিয়েছিল কিছু লোক। কিন্তু মঙ্গলবার আমাদের বিমানটি সত্যি চুরি করা হয়েছে। কাবুল ছেড়ে যাওয়ার আগে তারা বিমানটি থেকে ইউক্রেনের যাত্রীদের নামিয়ে দিয়েছে। কাবুল থেকে আমাদের নাগরিকদের সরিয়ে নিয়ে আসার তিনটি প্রচেষ্টা পরপর ব্যর্থ হয়েছে কারণ ইউক্রেনের নাগরিকরা এয়ারপোর্টেই যেতে পারছে না।’

এদিকে এই ঘটনার পর কাবুল এয়ারপোর্টে বিমান চলাচল স্থগিত করেছে আফগানিস্তানের বিমান চলাচল সংস্থা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.