স্ত্রীর ৩ দিন পর স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা এলাসিন গ্রাম থেকে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ আগস্ট) সকালে নিজ বাড়ির আঙ্গিনার একটি গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আলফাজ মিয়াকে (৪৫) দেখতে পান তার প্রতিবেশীরা। তিনি ওই গ্রামের মৃত রজব আলীর ছেলে।

এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ‘আলফাজ মিয়া ও তার স্ত্রী বানু বেগম উপজেলার আটিয়া গ্রামে একটি বৃদ্ধাশ্রমে চাকরি করতেন। গত ২০ আগস্ট বানু বেগমের মরদেহ বৃদ্ধাশ্রমের একটি পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তখন থেকে আলফাজ পলাতক ছিলেন।’

তিনি আরও বলেন, এই ঘটনায় বানু বেগমের মেয়ের স্বামী আলফাজ মিয়াকে আসামি করে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আজ বাড়ির আঙ্গিনায় ঝুলন্ত মরদেহ পাওয়ার পর প্রাথমিক ভাবে আমাদের ধারণা আলফাজ আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.