সাবেক আইজি প্রিজন্স ও তার সহযোগীদের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

সাবেক কারামহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক আইজি প্রিজন্স সৈয়দ ইফতেখার উদ্দিন মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ সেনবাহিনী থেকে অবসর নিয়েছেন।

দুদক সূত্র জানায়, সাবেক আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন ও অন্যান্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ঘুষ গ্রহণের মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎপূর্বক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সাবেক এই কারা কর্মকর্তার অধিনস্ত ও আশির্বাদপুষ্ট কয়েকজন অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগীতায় নিয়োগ, টেন্ডার ও মাদক বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ-সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখা হবে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.