হারিকেনের আঘাতে মেক্সিকোতে নিহত ৮

মেক্সিকোর উপকূলে হারিকেন গ্রেসের আঘাতে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও তিনজন। তবে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শেষ খবর পর্যন্ত মারা যাওয়া আটজনের সাতজনই ভেরাক্রুজ রাজ্যের জালাপার বাসিন্দা, অন্যজন পোজারিকার।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ আগস্ট) ইউকাটান উপদ্বীপ অতিক্রম করার সময় ঝড়টি কিছুটা শক্তি হারিয়েছিল এবং মেক্সিকোর প্রধান পর্যটন কেন্দ্রের মধ্য অবস্থান করছিল। কিন্তু শুক্রবার (২০ আগস্ট) মেক্সিকোর উপকূলে পৌঁছানোর আগে উষ্ণ উপসাগর থেকে দ্রুত শক্তি অর্জন করে। তবে শনিবার (২১ আগস্ট) দিনের প্রথমভাগে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় উপকূলে ক্যাটাগরি ৩ শক্তি নিয়ে আঘাত হানে সামুদ্রিক ঝড়টি।

মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের গভর্নর কুইটলুহাক গার্সিয়া বলেন, শিশুসহ কমপক্ষে আটজন মারা গেছেন এবং তিনজন নিখোঁজ রয়েছেন। ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৩ লাখ ৩০ হাজার মানুষ।

মেক্সিকোর জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, আঘাতের সময় গ্রেসের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় অন্তত ১২০ মাইল। যা পরবর্তী কয়েক ঘণ্টা উপকূলজুড়ে তাণ্ডব চালায়। পরে শক্তি হারিয়ে এটি মৌসুমি ঝড়ে পরিণত হয়।

ভেরাক্রুজ কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে নদীগুলোর পানি অনেক বেড়ে গিয়েছে। ভূমিধসের ঘটনা ঘটেছে। আমরা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.