আদালতের প্রতি রণ হক ও দীপু হক সিকদারের কৃতজ্ঞতা

এক্সিম ব্যাংকের মামলা নিষ্পত্তিতে সিকদার গ্রুপের পক্ষে বক্তব্য দিয়েছেন প্রতিষ্ঠারটির ব্যবস্থাপনা পরিচালক রণ হক সিকদার এবং পরিচালক দীপু হক সিকদার। সোমবার (১৬ আগস্ট) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি রণ হক সিকদার ও আমার ভাই দীপু হক সিকদার আদালতের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা নিরপরাধ ছিলাম তা আজ প্রমাণিত হয়েছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল পুলিশের চূড়ান্ত প্রতিবেদন তার প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। অথচ দীর্ঘ এক বছরের বেশী সময় ধরে কিছু কিছু সংবাদ মাধ্যমে অভিযোগকে সত্য ধরে আমাদের সম্পর্কে নানা কুৎসা রটনা হয়েছে যা আমাদের পরিবারের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজ একটা বিষয়ে আমরা সবচেয়ে কষ্ট পাচ্ছি, আমাদের পিতা বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার দেখে যেতে পারলেন না যে তার সন্তানেরা নির্দোষ। আমাদের বাবা উপর থেকে হয়তো আশীর্বাদ করছিলেন বলেই কাকতালীয়ভাবে তার জন্মদিনেই সেই কাক্সিক্ষত আদালতের রায় আমরা পেয়েছি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গত ১২ আগস্ট ঢাকা মহানগর আদালতে এক্সিম ব্যাংকের পরিচালক অবসরপ্রাপ্ত লে. কর্নেল সিরাজুল ইসলামের দায়ের করা মামলা থেকে আমাদের অব্যাহতি দিয়েছেন। ব্যবসায়িক ভুল বোঝা-বুঝি থেকে কোনো শত্রু পক্ষের ইন্ধনে এই মামলা হয়ে থাকতে পারে।’

এতে বলা হয়, ‘আমরা গত ৮ জুলাই উভয় পক্ষ সমঝোতা করি। সমঝোতায় আমরা উভয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে, সিরাজুল ইসলামের দায়ের করা মামলাটি যেহেতু রাষ্ট্র বনাম রণ হক সিকদার ও দীপু হক সিকদার তাই বিজ্ঞ আদালত যা রায় দেবেন তা উভয় পক্ষ আমরা মেনে নেব এবং রায়ের বিরুদ্ধে কেউ আপিল করব না। সিকদার পরিবারের সঙ্গে এক্সিম ব্যাংকের সুসম্পর্ক দীর্ঘদিনের।’ আমাদের ব্যবসায়িক কার্যক্রম ও সুসম্পর্ক পূর্বের ন্যায় বজায় থাকবে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.