বাংলাদেশে আসলেও শঙ্কায় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর

আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান সরের যাবে টম লাথামের দল। কিন্তু আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখলে তালেবানদের আগ্রাসন এবং তাঁদেরকে পাকিস্তান সমর্থন দেয়ার কারণে শঙ্কায় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর।

সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কে বৈরিতা বেড়েছে। কদিন আগে তোরখাম সীমান্তে দুই দেশের সামরিক বাহিনী অবস্থান নেয়ায় উত্তেজনা আরও বাড়ে। কিন্তু তালেবানরা আফগানিস্তানের দখল নেয়ার পর তাতে সমর্থন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

যে কারণে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে নিউজিল্যান্ডের উদ্বেগ বাড়ছে। এদিকে আফগানিস্তানে তালেবানরা দখল নেয়ার পর কিউই ক্রিকেটাররাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাতেই শঙ্কা তৈরি হয়েছে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর নিয়ে। ১৮ বছর পর এবারই প্রথম পাকিস্তান সফরে আসার কথা রয়েছে কিউইদের।

এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান হিথ মিলস বলেন, ‘আমরা যে প্রক্রিয়াটি হাতে পেয়েছি তাতে আমরা খুব স্বাচ্ছন্দ্যবোধ করছি। কিন্তু তা সত্ত্বেও আফগানিস্তানে গত কয়েকদিন যা ঘটনায় যা ঘটছে তা খুবই দুঃখজনক। মানুষ স্পষ্টতই আমাদের নিরাপত্তা পরীক্ষা প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন করছে। এর মাঝে খেলোয়াড়েরাও রয়েছে, যা সম্পূর্ণরূপে বোধগম্য। আমাদের কেবল তাদের এই প্রক্রিয়া সম্পর্কে আশ্বস্ত করতে হবে। এটি অনুসরণ করতে হবে এবং একটি সংকল্পে পৌঁছাতে হবে।’

পাকিস্তানের বর্তমান পরিস্থিতি যাচাইয়ে পরিদর্শক হিসেবে আগামী সপ্তাহে পাকিস্তান সফরে যাবেন নিউজিল্যান্ড ক্রিকেট’স ইনডিপেনডেন্ট সিকিউরিটি কনসালটেন্ট রেগ ডিকসন। তাঁর রিপোর্ট পাওয়ার পরই পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত দেশটির ক্রিকেট বোর্ড।

মিলস বলেন, ‘এটি তাকে (ডিকসন) চার বা পাঁচদিন সময় দেবে। এরপর পাকিস্তান সফরে যাওয়া যাবে কিনা তা নিয়ে সে রিপোর্ট করবে। যদি না যাওয়া যায় তাহলে কি কারণে সেটাও জানাবে। যদি কোন পরিকল্পনায় পরিবর্তন আসে আরকি।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.