খুলনার ২ হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) সকালে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গার অমল রায় (৬৮), নাহিদ নিয়াজি (৩০), আড়ংঘাটার ফাতেমা (৬৫), বাগেরহাটের ফকিরহাটের ওলিয়ার রহমান (৫৫), রামপালের জাহানারা বেগম (৬০) ও নড়াইলের কালিয়ার ইবাদত শেখ (৫৫)।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর ছোট বয়রা ডক্টরপাড়ার ইমদাদুল ইসলাম (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.