খুলনার ২ হাসপাতালে মৃত্যু ৬

প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচ ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচ জন হলেন- খুলনা মহানগরীর শেখপাড়া এলাকার আয়েশা সিদ্দিকা (৫০), সোনাডাঙ্গার হারুন অর রশিদ (৬৭), সদরের রওশন আরা (৬৫), রূপসার মোকসেদ আলী (৮৩) ও কয়রার সবুরুন্নেছা (৬৫)।

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালে কুদ্দুস শেখ (৫৫) নামের এক জন মারা গেছেন। তার বাড়ি দিঘলিয়ায়। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে চার জনের। ছাড়পত্র নিয়েছেন আট জন। আর মোট ২৮ জন ভর্তি রয়েছেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.