৩ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন যোগাযোগ চালু

তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ চালু হয়েছে। লাইনচ্যুত ইঞ্জিনটি বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আবার লাইনে বসানো হয়। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

রেজাউল ইসলাম বলেন, ‘জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশনের ২৫০ গজ উত্তরে এসে পৌঁছালে ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলপথে ঢাকা থেকে উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে পড়ে।’

ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনের কর্মীরা এসে ইঞ্জিনটি ঠিকমতো লাইনে বসান। এরপর এটি গন্তব্যে চলে যায়।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.