করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় ১২ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৭২ জনের।
বুধবার (১১ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে করোনার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবসমূহে সর্বমোট ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৭২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৪৪৪ জন এবং বিভিন্ন উপজেলায় ৩২৮ জন। মারা যাওয়া ১২ জনের মধ্যে মহানগরীর আট জন আর বিভিন্ন উপজেলার চার জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট ১ হাজার ৯৪ জন মারা গেছেন। এ পর্যন্ত চট্টগ্রাম নগর ও জেলায় করোনা শনাক্ত হয়েছে মোট ৯২ হাজার ৬৭৯ জনের।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.