নব্য জেএমবির বোমা প্রস্তুতকারক আটক

নব্য জেএমবির বোমা প্রস্ততকারকসহ কয়েকজন সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবার (১০ আগস্ট) রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে বুধবার (১১ আগস্ট) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে সিটিটিসির কর্মকর্তারা বিস্তারিত জানাবেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, নব্য জেএমবির বোমা প্রস্ততকারকসহ কয়েকজনকে আটক করেছে সিটিটিসি।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধঘোষিত এ জঙ্গি সংগঠনের কয়েকজন সদস‌্যকে গ্রেপ্তার করা হয়। তারা বোমা বানাতে পারদর্শী। কয়েকটি বোমা তৈরির আস্তানারও সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে শক্তিশালী বোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। এর পর থেকেই সিটিটিসি বোমা তৈরির কারিগরকে খুঁজতে থাকে। তবে, তাকে কোথা থেকে কখন গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি পুলিশ।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.