অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ব্রাজিল

অলিম্পিকে পুরুষদের ফুটবল ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে স্পেনকে হারিয়ে সোনা জিতেছে ব্রাজিল। শনিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় রোমাঞ্চকর ম্যাচটিতে নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ১-১। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই কপাল পুড়েছে স্পেনের। ২-১ ব্যবধানে জিতে অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল।

ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে পেনাল্টি মিস, গোলের সহজ সুযোগ মিস কিংবা নিশ্চিত গোল খাওয়ার অবস্থা- প্রথমার্ধে সবই ছিল। শুরুতেই সেলেসাওরা পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি। নিশ্চিত সুযোগ পেয়েও গোল হয়নি। এমনকি স্পেনও নিশ্চিত সুযোগ পেয়ে গোল করতে পারেনি।

তবে, প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে, অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ম্যাথিয়াস চুনহা। ব্রাজিল অধিনায়ক দানি আলভেজের পাস থেকে বল পেয়ে বক্সের মধ্যখান থেকেই ডান পায়ের দারুণ এক শটে স্পেনের জাল খুঁজে নেন চুনহা।

বিরতির পর ম্যাচের ৬১তম মিনিটেই স্পেনকে সমতা এনে দেন মিকেল ওয়ারজাবাল। এরপর ম্যাচের ৮৮তম মিনিটে কার্লোস সোলারের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে নেওয়া ব্রায়ান গিলের শট গোলবারে আঘাত করে। তাতে জয়ের সুযোগবঞ্চিত হয় স্প্যানিশরা। তবে নির্ধারিত সময়ে ব্রাজিলকে জিততে দেয়নি স্পেন। ফলে খেলা গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে।

ম্যাচের ১০৮তম মিনিটে মাঝ মাঠ থেকে বলে পাস বাড়ান অ্যান্টনি। স্পেনের ডিফেন্সিভ হাফে বল পেয়ে যান ম্যালকম। তিনি এককভাবে বল নিয়ে এগিয়ে যান এবং বাম প্রান্তের দুরহ কোন থেকে বাম পায়ে দুর্দান্ত এক শট নেন। যেটি গিয়ে আশ্রয় নেয় স্পেনের জালে। ২-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

সেমিফাইনালে মেক্সিকোকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে ব্রাজিল। অন্যদিকে, আয়োজক দেশ জাপানকে অতিরিক্ত সময়ে করা গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। ব্রাজিল-স্পেন দুটি দলই চলতি অলিম্পিকে ফাইনাল ম্যাচের আগে অপরাজিত ছিলেন।

তবে গ্রুপ লিগে ব্রাজিল যেখানে একটা ম্যাচ ড্র করে, সেখানে স্পেন দুটি ম্যাচ ড্র করেছিল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ১-০ গোলে হারায় মিশরকে। স্পেন সেখানে ৫-২ গোলে হারায় আইভরি কোস্টকে। নক আউট পর্বে ব্রাজিল কোনো গোল খায়নি। তবে গোল করেছে মাত্র একটি। সেমিফাইনালে নির্ধারিত সময়ে কোনো গোল করতে পারেনি ব্রাজিল। সেখানে স্পেন নক আউট পর্বে করেছে মোট ৬টি গোল।

এর আগে ব্রাজিল-স্পেন দুটি দেশই পুরুষদের ফুটবলে অলিম্পিকে একবার করে স্বর্ণ জিতেছিল। কিন্তু দুটি দেশই নিজের দেশের মাটিতে স্বর্ণ জেতে। এবারই প্রথম দেশের বাইরে পুরুষদের ফুটবলে অলিম্পিকে স্বর্ণ জয় করল ব্রাজিল।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.