এখন শুধু বাকি আছে ইংল্যান্ড: পাপন

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের এখনও দুই ম্যাচ বাকি। এর আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। যা কিনা যেকোন ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়।১০ রানে জয়ে ইতিহাসে গড়ার মাধ্যমে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়েছে টাইগাররা। অজিদের বিপক্ষে এমন জয়ে উচ্ছ্বসিত পুরো বাংলাদেশ।

অজিদের বিপক্ষে সিরিজ জয়ের দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মনে করিয়ে দিলেন এখন শুধু ইংল্যান্ড বাকি। নিজেদের ক্রিকেট ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বেশ কয়েকটি স্মরণীয় জয় রয়েছে। যেখানে তালিকায় সবার ওপরের দিকে থাকবে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে ইংলিশদের হারানো ও ২০১৫ বিশ্বকাপে তাঁদেরকে হারিয়ে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত।

এ ছাড়া ২০১৬ সালে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের একটি ম্যাচে হারানোর পাশাপাশি তাঁদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। তবে তাদের বিপক্ষে কখনই সিরিজ জেতা হয়নি টাইগারদের। অস্ট্রেলিয়াকে হারানোর পর বোর্ড সভাপতি পাপন বলেন, ‘এখন পর্যন্ত দুটো দেশ বাকি যাদের সঙ্গে আমরা কোনদিন সিরিজ জিতিনি। এর মধ্যে একটা ছিল অস্ট্রেলিয়া আর একটা ছিল ইংল্যান্ড। বাকি সবার সঙ্গে কোন না কোন ফরম্যাটে আমরা সিরিজ জিতেছি। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জেতায় একটা পর্ব শেষ হলো। এখন শুধু বাকি আছে ইংল্যান্ড।’

সেপ্টেম্বরে ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসারও কথা থাকলেও সেটি ১৮ মাস পিছিয়ে দিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে এর মধ্যে আসছে না। আসলে অবশ্য চাইতাম যে অক্টোবরে যেহেতু আমাদের নির্বাচন তাই এই টার্মটা শেষ হওয়ার আগে এরকম একটা অর্জন থাকে কিনা। এই একটা বাকি রইলো।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.