৩০টি অক্সিজেন প্লান্ট স্থাপনের অনুমোদন

করোনা মহামারিতে বেড়েছে মেডিকেল অক্সিজেনের চাহিদা। এ অবস্থায় বাড়তি চাহিদার যোগান নিশ্চিত করতে ৩০টি অক্সিজেন প্লান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ, যা অনুমোদন পেয়েছে।

আজ বুধবার (০৪ আগস্ট) এসব প্লান্ট স্থাপন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার প্রকল্পের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখনকার প্রয়োজন বিবেচনায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে এসব অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে। ‘কোভিড-১৯ এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডামিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের আওতায় এসব প্লান্ট স্থাপনে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পরে অনেক হাসপাতালেই অক্সিজেনের সংকট দেখা দেয়। কোনো কোনো হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগী মারা গেছে বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে সরকার ভারত থেকে অক্সিজেন আমদানি করছে।

এছাড়া একই সময়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানির অনুমোদনসহ মোট ১০ প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব কেনাকাটায় মোট এক হাজার ৩৪৩ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ৯১১ কোটি টাকা এবং বিশ্ব ব্যাংক ও দেশীয় ব্যাংক থেকে ৪৩২ কোটি টাকা ঋণ নেওয়া হবে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.