আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদীর বাড়িতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় চার হামলাকারী নিহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের সুরক্ষিত গ্রিন জোনে মঙ্গলবার এই হামলার সময় আফগান প্রতিরক্ষামন্ত্রী বাড়িতে ছিলেন না। হামলাকারীরা একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় এবং গুলি ছোড়ে। হামলার পরপরই মন্ত্রীর পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয় এবং হামলাকারীদের হত্যা করা হয়।

এছাড়া দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলায় চারজন নিহত হয়েছে। অন্যদিকে ইতালীয় মেডিকেল চ্যারিটি ইমার্জেন্সি নিশ্চিত করেছে, এ ঘটনায় ১১ জন আহত হয়েছে। হতাহতদের কাবুলে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

সহিংসতা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান উপেক্ষা করে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে যুদ্ধ চলার মাঝেই এই হামলার খবর এলো।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.