ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ছয়জন মারা গেছেন করোনা শনাক্ত হয়ে। বাকি ১১ জন করোনা উপসর্গ নিয়ে।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ ২৪ ঘণ্টায় এ হাসপাতালটিতে ময়মনসিংহের দুইজন, নেত্রকোনার দুইজন, নরসিংদীর একজন ও দিনাজপুরের একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের আটজন, নেত্রকোনা দুইজন ও টাঙ্গাইলের একজন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, মমেকের করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫৫১ জন ভর্তি আছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৮৮ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।

এর আগের দিন ময়মনসিংহ জেলায় এক হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করে ৪৪৮ জনের করোনা শনাক্ত হয়। এ হিসেবে জেলায় শনাক্ত হার ২৬ দশমিক ৯২ শতাংশ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.