অস্ট্রেলিয়ার অনুশীলনের আগে পর্যবেক্ষক দলের বাড়তি তদারকি

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ আগস্ট। সিরিজ শুরুর আগে রোববার থেকে অনুশীলনের কথা রয়েছে অজিদের। এদিন বেলা ৪টা থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঘাম ঝড়ানোর কথা মিচেল স্টার্ক-ম্যাথু ওয়েডদের।

এর আগে পুরো মাঠ ফাঁকা করে দেয়া হয়েছে। বেলা ২টার আগেই মাঠের বাইরে চলে যেতে হয়েছে দায়িত্বরত মাঠ কর্মীদের। এরপর সেখানে প্রবেশ করে অস্ট্রেলিয়ার ৫ সদস্যের পর্যবেক্ষক দল।

সেখানে বেশ কিছুক্ষণ তারা অস্ট্রেলিয়ার দলের সকল সুযোগ সুবিধা পরীক্ষা নিরীক্ষা করেন। তারা সবুজ সঙ্কেত দিলেই ঠিক সময়ে অনুশীলন করতে মাঠে আসবে অস্ট্রেলিয়া। মূলত অস্ট্রেলিয়া দলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই পরিদর্শক দলের বাড়তি এই তদারকি। অবশ্য আগে দুপুরে স্বাভাবিক নিয়মের মধ্যেই অনুশীলন সেরেছে বাংলাদেশ দল।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.