চট্টগ্রামে রেকর্ড শনাক্তের দিনে ৯ জনের মৃত্যু

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৪৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ৩৭ শতাংশের বেশি।

আজ শুক্রবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামে রেকর্ড ১ হাজার ৩১৫ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য গতকাল বৃহস্পতিবার জানানো হয়েছিল। করোনা শনাক্তের এই রেকর্ড গত ২৪ ঘণ্টায় ভেঙে গেল।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৮১ হাজার ২১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৯৫৮ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১ হাজার ৮৫ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৮১ জন। এ সময় মারা যাওয়া ব্যক্তিদের ৫ জন শহরের, অপর ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.