৩ ঘণ্টা পর সচল শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাট

বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে বন্ধ থাকার তিন ঘণ্টা পর সচল হয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা তিনটার দিকে আবহাওয়া অনুকূলে এলে ফেরি চলাচল শুরু হয়।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, বেলা বারোটার দিকে বৈরী আবহাওয়া কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঘাট এলাকায় আড়াই শরও বেশি যানবাহন আটকা পড়ে। এর মধ্যে বেশিরভাগই পণ্যবাহী ট্রাক। ফেরি চালু হওয়ার পর এই জট কমতে থাকে।

ঘাটে সকালে দেখা যায়, ফেরি পার হতে শিমুলিয়া ঘাটে কয়েক শ যাত্রী ও ব্যক্তিগত গাড়ি অপেক্ষায়।

ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে সাতটি ফেরি চলাচল করছে। বুধবারের চেয়ে যাত্রী ও গাড়ির সংখ্যা বেড়েছে।

এদিকে লকডাউন বাস্তবায়নে ঘাটের দিকে বসানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। নানা কারণ দেখিয়ে যাত্রীরা চেকপোস্ট পার হচ্ছেন। তবে গণপরিবহন বন্ধ থাকায় অধিকাংশ যাত্রীকেই আসতে হচ্ছে হেঁটে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.