আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে সংক্রমণ  পরিস্থিতির অবনতি হওয়ায় বাড়তি কিছু সতর্কতামূলক ব্যাবস্থা নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে আগামী সপ্তাহে সাপ্তাহিক ছুটির বাইরেও ২ দিন লেনদেন বন্ধ রাখা হবে ব্যাংকে।

আজ বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুসারে, আগামী রোববার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) লেনদেন বন্ধ থাকবে দেশের সব ব্যাংকে। ফলে বাকি তিনদিন অর্থাৎ সোমবার (২ আগস্ট), মঙ্গলবার (৩ আগস্ট) ও বৃহস্পতিবার (৫ আগস্ট) ব্যাংক খোলা থাকবে।

আলোচিত তিনদিন সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে ব্যাংকে। আর লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কাজ নিষ্পত্তির জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

 

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.