করোনা: ফরিদপুরে এক হাসপাতালেই ১৭ জনের মৃত্যু

মহামারি করোনা ভাইরাস শনাক্ত হয়ে ও উপসর্গ নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন।

আজ বুধবার (২৮ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৭ জনের প্রাণহানি হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬৯ জনের।

ডা. সাইফুর রহমান আরও জানান, বুধবার সকাল পর্যন্ত এই হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ২৮৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন।

ফরিদপুরের সিলিভ সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৬৯ জনের। শতকরা হারে যা ৩৫ দশমিক ৯৫ শতাংশ।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৭১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৮৭। এ জেলায় মোট মৃত্যু হয়েছে ৩৭০ জনের।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.