ময়মনসিংহ মেডিকেলে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

আজ মঙ্গলবার (২০ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের ভালুকার সাগর মিয়া (২৫), মোকসেদুল ইসলাম (২৮), হালুয়াঘাটের প্রদীপ সাংমা (৮৩), নেত্রকোনার পূর্বধলার আক্কাস আলী (৬৫), কেন্দুয়ার সালেহা বেগম (৭০), জামালপুর সদরের হেরা লাল (৫৫) ও টাঙ্গাইলের মধুপুরের ফরিদা ইয়াসমিন (৫৩)।

গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহের গৌরীপুরের মোহাম্মদ আলী (৭০), মুক্তাগাছার হাজেরা খাতুন (৭০), মোমেনা বেগম (২৫), নাসিমা আক্তার (৪০), সদরের শহিদুল ইসলাম (৬০), নওশের আলী (৯০), সালমা আক্তার (২০), ফুলপুরের শরিফ উদ্দিন (৬০), জামালপুরের সরিষাবাড়ির উমর আলী (৬৫), গাজীপুরের দিপক সরকার (৪৫), শেরপুরের নকলার মঞ্জুর মিয়া (৬৫), টাঙ্গাইলের সখিপুরের আবদুল হাকিম (৬০), সদরের মোহেমনা আক্তার (৬০), নেত্রকোনা সদরের রিয়াসুল হক (৫৫) ও অন্য একজনের নাম জানা যায়নি।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৯২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।

জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৫২টি নমুনা পরীক্ষায় ১৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১১ হাজার ৪৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন আট হাজার ৩১৩ জন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.