কারিগরি ক্রটির কারণে ডিএসইর লেনদেন বন্ধ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এর ফলে আজ রোববার প্রায় ৪৫ মিনিট ধরে ডিএসইতে বন্ধ রয়েছে লেনদেন। এই প্রতিবেদন লেখা পরযন্ত সকাল ১১টা থেকে বেলা ১২টা পরযন্ত এখনও ডিএসইতে লেনদেন বন্ধ রয়েছে।

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারি জানান, আমাদের ওয়েবসাইটের সিষ্টেমে সমস্যা দেখা দিয়েছে। যে কারনে লেনদেন বন্ধ রয়েছে। তবে এখনো সমস্যা চিহ্নিত করতে পারি নাই।

যে কারনে কখন আবার লেনদেন শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান ডিএসইর এই ভারপ্রাপ্ত এমডি।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.