‘ডাকাতদের কথায়’ গরুবাহী ট্রাক না থামানোয় চালককে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গরুবাহী ট্রাকের এক চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৬ জুলাই) ভোরে উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ লিঙ্ক রোড এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ট্রাকচালকের নাম আব্দুর রহমান। মাগুরা থেকে গরু নিয়ে চট্টগ্রামের বিবিরহাট এলাকায় যাওয়ার সময় তিনি ডাকাতদলের কবলে পড়েন বলে জানা গেছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক শফিকুল ইসলাম জানান, নিহত আব্দুর রহমান যশোর জেলার চৌগাছা উপজেলার চন্দা গ্রামের মোহাম্মদ বশির মিয়ার ছেলে। এরই মধ্যে মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

ট্রাকে থাকা চালক আব্দুর রহমানের সহকারীর বরাত দিয়ে পুলিশ জানায়, গরুবাহী ট্রাকটি বায়েজিদ লিঙ্ক রোডের ৪ নম্বর ব্রিজ পার হওয়ার পর সামনে থেকে একটি ছোট পিকআপ গতিরোধ করে। এ সময় চার থেকে পাঁচজন ডাকাত অস্ত্র দেখিয়ে ট্রাকটিকে থামানোর চেষ্টা চালায়। কিন্তু, ট্রাকটি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন চালক আবদুর রহমান। এ সময় ডাকাতদলের সদস্যরা পর পর কয়েকটি গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আবদুর রহমান। পরে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যেরা মরদেহ উদ্ধার করেন।

নিহত রহমানের মামা শামীম জানান, তিনি মৃত্যুর খবর পেয়ে মর্গে এসেছেন। কিন্তু মরদেহ এখনও আসেনি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.