নেপাল-বাংলাদেশ ব্যাংকের মালিকানা ছেড়ে দিচ্ছে আইএফআইসি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (আইএফআইসি ব্যাংক) নেপালে অবস্থিত যৌথ মালিকানার কোম্পানি নেপাল-বাংলাদেশ ব্যাংকের মালিকানা ছেড়ে দিচ্ছে।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইএফআইসি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

আইএফআইসি ব্যাংক লিমিটেড নেপাল-বাংলাদেশ ব্যাংকের প্রমোটার (উদ্যোক্তা)। এই ব্যাংকে থাকা আইএফআইসি ব্যাংকের সব শেয়ার বিক্রি করে ওই টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

সূত্র অনুসারে, এখনো ব্যাংকটির ক্রেতা ঠিক হয়নি। সম্ভাব্য ক্রেতাদের সাথে দর কষাকষি করে শেয়ারের মূল্য চূড়ান্ত করা, তাদের সাথে একটি সন্তুষজনক চুক্তি এবং বাংলাদেশ ও নেপালের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.