বিদেশগামী শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের আবেদন নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

বিদেশে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী যারা এখন বাংলাদেশে অবস্থান করছেন তাদের টিকার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে তারা টিকা পাবেন।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, বিদেশে অধ্যায়নরত শিক্ষার্থী যারা বাংলাদেশে অবস্থান করছেন, তাদের টিকার জন্য নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে। ১৩ জুলাই থেকে আগামী ২৭ জুলাই পাসপোর্ট, ভিসা, স্টুডেন্ট আইডি দিয়ে নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে।

শিক্ষার্থীরা আবেদনের পর তিন কার্যদিবসের মধ্যে সুরক্ষা অ্যাপে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানায়। বিদেশগামী এসব শিক্ষার্থীর টিকাদানের তারিখ যাতে এগিয়ে আনা যায়, সে বিষয়ও উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, বিদেশগামী শিক্ষার্থীদের টিকা পাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে ওই নির্দেশনা প্রত্যাহার করা হয়। ওই নির্দেশনা জারির পর থেকেই বিদেশগামী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.