ফরিদপুর মেডিকেলে করোনায় ও উপসর্গে আরও ৯ মৃত্যু

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন করোনায় আক্রান্ত ছিলেন এবং সাতজনের উপসর্গ ছিল।

রোববার (১১ জুলাই) সকাল থেকে আজ সোমবার (১২ জুলাই) সকাল পর্যন্ত তারা মারা যান। মৃতদের মধ্যে রয়েছেন ফরিদপুরের পাঁচজন, গোপালগঞ্জের দুজন, রাজবাড়ীর একজন এবং মাগুরার একজন।

বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩৯৫ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪১ জন। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়তে থাকায় হাসপাতালে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩২৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৭৪ শতাংশ। ফরিদপুরে এ পর্যন্ত ১৪ হাজার ৭৫২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে এ পর্যন্ত ২৬৯ জনের মৃত্যু হয়েছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.