টাঙ্গাইলে করোনা ও উপসর্গে আরও ৯ মৃত্যু

টাঙ্গাইলে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনায় মারা গেছেন ৫ জন। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত জেলায় মোট ১৬৪ জনের মৃত্যু হলো। এছাড়াও গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে নতুন করে ২০৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.৩১ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৩৪ জন।

চলতি মাসের এই ১২ দিনে জেলায় করোনা ভাইরাসে ২ হাজার ৭৩০ জন আক্রান্ত হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৫৬ জনের। গত জুন মাসে জেলায় ২ হাজার ৯২৮ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬ জনের।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, রোববার টাঙ্গাইল এবং ঢাকায় ৭৩১টি নমুনা প্রেরণ করা হয়। এতে নতুন করে ২০৭ জন করোনা ভইরাসে আক্রান্ত হয়।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.