সোমবার থেকে সিনোফার্ম, পরদিন মডার্নার টিকা প্রয়োগ শুরু

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল সোমবার (১২ জুলাই) থেকে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে। এছাড়া পরশু মঙ্গলবার (১৩ জুলাই) থেকে সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে কোভ্যাক্সের মডার্নার টিকা প্রয়োগ শুরু হবে।

আজ রোববার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজকের মধ্যেই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হবে। আর গতকাল (শনিবার) রাতেই সিটি করপোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আশা করছি, কাল (সোমবার) থেকে সারাদেশে সিনোফার্ম এবং পরশু (মঙ্গলবার) থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারবো।

দেশে গত সাত ফেব্রুয়ারি থেকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি জাতীয়ভাবে শুরু হয়। মাঝে টিকা স্বল্পতার কারণে কিছুটা সংকটে পড়তে হয়েছিল। তবে দেশে আবার টিকা আসা শুরু হয়েছে।

ইতিমধ্যে চীন থেকে কেনা চুক্তির আওতায় সিনোফার্ম এবং জাতিসংঘের কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্না এবং ফাইজারের টিকা দেশে পৌঁছেছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.