খুলনার তিন হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু

খুলনার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। অপর দুজন মারা গেছেন উপসর্গ নিয়ে।

আজ রোববার (১১ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। অপর দুজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া হাসপাতালের রেড জোনে ১২১ জনসহ মোট ১৯৩ জন রোগী চিকিৎসা নিচ্ছে।

করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় মারা যাওয়া ছয়জন হলেন- খুলনার সুফিয়া বেগম (৫৫), নজির আহমেদ (৭০), রাজিয়া (৫০), আসাদুল হক (৭৫), শাহারা বেগম (৬৫) ও যশোরের এম এ খলিল (৫০)।

খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা. কাজী রাশেদুল জানিয়েছেন, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার জীবন কৃষ্ণ পাল (৫৭), গোলাম কিবরিয়া (৬৮), মফিজুল ইসলাম (৫৫) ও যশোরের জেসমিন বেগম (৪৫)। এই হাসপাতালে মোট ৭১ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছে।

খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার ফকরুদ্দিন (৪৪) ও যশোরের মঞ্জুয়ারা বেগম (৫৫)। এই হসপাতালে মোট ১৩৪ জন করোনা রোগী চিকিৎসাধীন।

এ ছাড়া শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালটিতে ৪৩ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছে।

এদিকে, খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় পিসিআর মেশিনে মোট ৩৭৬টি নমুনা পরীক্ষায় ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ৫৩ শতাংশ। এর মধ্যে খুলনার ৩২৩টি নমুনা পরীক্ষায় ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৬১ শতাংশ।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.