কুষ্টিয়া করোনায় আরও ২৩ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনা ও এর উপসর্গ নিয়ে ২৩ জন মারা গেছেন। এর মধ্যে আক্রান্ত হয়ে ১৮ জন ও উপসর্গ নিয়ে পাঁচ জন মারা গেছেন। মারা যাওয়া ১৮ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তাপস কুমার সরকার রবিবার (১১ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, একই সময়ে ৮৯২টি নমুনা পরীক্ষা করে ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৭ শতাংশ।

সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৮৮ জন। গতকাল ছিলেন ২৬৮। সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৫৫২ জন রোগী।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.