ফরিদপুরে করোনা ইউনিটে রেকর্ড ১৫ জনের মৃত্যু

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় ও উপসর্গ নিয়ে এটিই সর্বাধিক মৃত্যুর সংখ্যা।

এর মধ্যে করোনায় নয়জন এবং উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৪৫ দশমিক ৮১ শতাংশ।

আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এদিকে, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালটির শয্যা সংখ্যা করোনা রোগীদের জন্য বাড়িয়ে ৩৬৬টি করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে ৩০৫ জন করোনা রোগী। প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ফরিদপুরে এখন পর্যন্ত ১৪ হাজার ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী জেলায় এখন পর্যন্ত করোনায় ২৪৯ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৬৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে নয় জনের এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয় জন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.