লকডাউন প্রত্যাহারের দাবিতে থালা হাতে ব্যবসায়ীদের বিক্ষোভ

করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউন প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে থালা হাতে বিক্ষোভ করেছে ব্যবসায়ী ঐক্য পরিষদ।

আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকায় রাস্তায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ইয়াসিন আলী গণমাধ্যমকে বলেন, টানা লকডাউনে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। আমরা কর্মচারীদের বেতন দিতে পারছি না। বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। গতকাল আমরা লকডাউন প্রত্যাহারসহ আমাদের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ ঘোষণা করে সরকার। পরবর্তীতে বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। এ সময়ে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.