করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ২০১ জনের মৃত্যু

করোনা মহামারির তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যে এপ্রিল মাসে দেশে হঠাৎ করেই করোনা রোগী শনাক্ত ও মৃত্যুতে ব্যাপক উল্লম্ফন হয়। মাঝে কিছুদিন শনাক্ত ও মৃত্যু কমলেও আবারও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত কমলেও মৃত্যু হয়েছে সর্বোচ্চ, যা একদিনে রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ১১ হাজার ১২৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এরআগে গত ৬ জুলাই দেশে করোনা শনাক্ত হয় ১১ হাজার ৫২৫ জনের, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ১১৫২৫, ৯৯৬৪, ৮৬৬১, ৬২১৪, ৮৪৮৩, ৮৩০১ ও ৮৮২২ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ৩১ দশমিক ৩২ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয় ৬৮ লাখ ২৯ হাজার ৮৩২ জনের। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ।

আজ বুধবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ১১১২৬ জন

মোট আক্রান্তের সংখ্যা: ৯৭৭৫৬৮ জন

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ২০১ জনের

মোট মৃত্যু হয়েছে: ১৫৫৯৩ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৫৯৮৭ জন

মোট সুস্থ হয়েছেন: ৮৫০৫০২ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০১ জন মারা গেছেন, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ৫ জুলাই ১৬৪ জন মারা যায়, যা একদিনে এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ১৬৩, ১৬৪, ১৫৩, ১৩৪, ১৪৩, ১১৫ ও ১১২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনের মধ্যে ৬৬ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৫৮, চট্টগ্রামে ২১, রাজশাহীতে ১৮, বরিশালে ৭, সিলেটে ৯, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৩ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ হাজার ৯৮৭ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৯ শতাংশ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.