দেশে প্রথম গ্রীণ বন্ডের অনুমোদন

দেশে প্রথম গ্রীণ বন্ড হিসাবে প্রাণ অ্যাগ্রো লিমিটেডের ১৫০ কোটি টাকার  নন-কনভার্টেবল, আনসিকিউরড, কুপন বেয়ারিং বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বুধবার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮১তম সভায় বন্ডটির প্রস্তাব অনুমোদন করা হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বন্ডটির কুপন বেয়ারিং হার ৯ শতাংশ। যা আর্থিক প্রতিষ্ঠান মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ব্যাংক, স্বায়ত্তস্বাশিত প্রতিষ্ঠান ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

প্রাণ আগ্রো এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে পরিবেশের ভারসম্য বজায় রেখে কোম্পানির তারল্য ও মূলধনভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০ লাখ টাকা।

এই বন্ডের ট্রাস্টি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেড।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.