খুলনায় একদিনে আরও ৬০ জনের মৃত্যু, শনাক্ত ১৯০০

খুলনা বিভাগে করোনাভাইরাসে একদিনে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করে জানান, এর মধ্যে খুলনা জেলায় ২১, কুষ্টিয়ায় ১১, ঝিনাইদহে ৭, যশোরে ৬, চুয়াডাঙ্গায় ৫, নড়াইলে ৪, বাগেরহাটে ৩, মেহেরপুরে ২ ও মাগুরায় ১ জন মারা গেছেন।

এদিন শনাক্ত হয়েছে ১ হাজার ৯০০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩১১ জন।

এখন পর্যন্ত বিভাগে মোট শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৯৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪২ হাজার ৮৬৪ জন।

গত বছরের মার্চে দেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.