ব্লক মার্কেটে ৯৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ২১ লাখ ৪১ হাজার ১৭০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৬ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

প্রাইম ব্যাংক ১০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ফরচুন সুজ ৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, আমান কটন ফাইবার্স, অ্যাডভেন্ট ফার্মা, অগ্রণী ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, বিএটিবিসি, বেক্সিমকো, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং, এনার্জি প্যাক পাওয়ার, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, গ্রামীণ স্কিম-২, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, হামিদ ফেব্রিক্স, আইএফআইসি ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, কেয়া কসমেটিকস, লিন্ডেবিডি, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, স্যালভো কেমিক্যাল, সিলকো ফার্মা, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.