হঠাৎ ঝাঁপিয়ে পড়ল বাঘ, যে কৌশলে বেঁচে ফিরলেন ২ ভাই

জন্মদিনের কেক আনতে নিজেদের গ্রাম থেকে বাইরে গিয়েছিলেন দুই ভাই। কিন্তু ফেরার পথে বাঘের আক্রমণের মুখে পড়েন তারা। পরে প্রাণ বাঁচাতে বাঘের মুখে জন্মদিনের জন্য কেনা দুই পাউন্ডের কেক ছুঁড়ে মারেন। এতেই বাঘটি পিছু হটে। আর দুই ভাইও প্রাণে বেঁচে যান।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোরাগিয়া গ্রামের বাসিন্দা সাব্বির ও ফিরোজ জন্মদিনের কেক আনতে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী নেপানগরে যান। ফেরার পথে আখ ক্ষেত থেকে বেরিয়ে হঠাৎ করে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতাবাঘ।

কোনোভাবে বেঁচে যান ওই দুই যুবক। প্রাণ বাঁচাতে বাইকের গতি বাড়িয়ে দেন। কিন্তু তাতেও লাভ হয় না। গাড়ির পেছনে ধাওয়া করে চিতাবাঘটি।

একপর্যায়ে আবারও তাদেরকে লক্ষ্য করে চলন্ত বাইকের দিকে ঝাঁপ দেয় চিতাবাঘটি। এ সময় তার থাবা পড়ে কেকের বাক্সের ওপর। এরপরই বুদ্ধি করে চিতাটিকে লক্ষ্য করে কেকটি ছুড়ে মারেন সাবির।

সেই সময় কয়েক মুহূর্তের জন্য কিছুটা দ্বিধান্বিত হয় বাঘটি। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই এলাকা ছেড়ে দ্রুত পালায় দুই ভাই।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.