বাড্ডায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ইলিয়াস ঢালী (৫১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ইলিয়াস পেশায় গাড়িচালক।
আজ সোমবার (০৫ জুলাই) ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ইলিয়াসের গ্রামের বাড়ি বরিশাল। তিনি বাড্ডায় আলাতুন্নেসা স্কুল গলিতে পরিবারের সঙ্গে থাকতেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হারুন উর রশীদ বলেন, ইলিয়াস ঢালী বেসরকারি কোম্পানিতে গাড়ি চালিয়ে সংসার চালিয়ে আসছিলেন। রোববার রাতে তিনি বাসার বাইরে বাইসাইকেল নিয়ে বের হন। তিনি যখন বাড্ডার প্রগতি সরণির ইউলুপ মোড়ে পৌঁছান, তখন পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

এরপর গুরুতর আহত ইলিয়াসকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.