উড়ে যায় লাল-ঝুঁটি ভূতিহাঁস
নদী-বিল-হাওরের দেশ বাংলাদেশ। এই জলাধারগুলো শুধু প্রকৃতি-পরিবেশ আর অর্থনৈতিক-সামাজিক জীবনের অংশ নয়, নান্দনিক সৌন্দর্যেরও আঁধার। বিশেষ করে বর্ষার শেষভাগে এইগুলো ভরে উঠতে থাকে শাপলা আর পদ্মসহ নানা রঙের ফুলে। শীতে যোগ হয় সৌন্দর্যের নতুন মাত্রা। হিমশীতল ঠাণ্ডা থেকে বাঁচতে সুদূর সাইবেরিয়াসহ অনেক শীত-প্রধান দেশ থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে উড়ে আসে অসংখ্য প্রজাতির পাখি। পদ্মাসহ কিছু নদী আর বিল-হাওর মুখরিত হয়ে উঠে এসব পাখির কলকাকলিতে। এমনই একটি পাখি হচ্ছে লাল-ঝুঁটি ভূতিহাঁস।
লাল-ঝুঁটি ভূতিহাঁসের ইংরেজি নাম Red-crested Pochard। আর বৈজ্ঞানিক নাম Rhodonessa rufina। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে রাজশাহীর পদ্মা নদী, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর আর হবিগঞ্জের বাইক্কার বিলে এদের দেখতে পাওয়া যায়।
এই ছবিটি গত জানুয়ারি মাসে টাঙ্গুয়ার হাওর থেকে তুলেছেন অর্থসূচকের অতিথি ফটোশিল্পী শাফায়েত আলম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.