করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ৬২১৪ জন

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। ভারতীয় ভ্যারিয়েন্ট নামে পরিচিত ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় পরিস্থিতি বেশ নাজুক হয়ে উঠেছে। সবশেষ ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত কিছুটা কমলেও মৃত্যু গতকালের চেয়ে বেড়েছে। এই সময়ে করোনাভাইরাসে ১৩৪ জন মানুষ মারা গেছেন, যা দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় দেশে ছয় হাজার ২১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার করোনা পরীক্ষার অনেকগুলো ল্যাব বন্ধ থাকে। তাই পরীক্ষাও হয় কম। এ কারণে গত ২৪ ঘণ্টায় শনাক্তকৃত নতুন রোগীর সংখ্যা কমেছে। এর আগে গত ৩০ জুন দেশে সর্বোচ্চ আট হাজার ৮২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল

আগের সাত দিনে দেশে যথাক্রমে ৮৪৮৩, ৮৩০১, ৮৮২২, ৭৬৬৬, ৮৩৬৪, ৫২৬৮ ও ৪৩৩৪ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় লাখ ৩৬  হাজার ২৫৬ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশের ৫৬৬ ল্যাবে ২২ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। সার্বিক শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৭৭৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন। সুস্থতার হার ৮৮.৫৭ শতাংশ।

আজ শনিবার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ৬২১৪ জন

মোট আক্রান্তের সংখ্যা: ৯৩৬২৫৬

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ১৩৪ জনের

মোট মৃত্যু হয়েছে: ১৪৯১২ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৩৭৭৭ জন

মোট সুস্থ হয়েছেন: ৮২৯১১৯ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩৪ জন মারা গেছেন। গত বৃহস্পতিবার (১ জুলাই) দেশে করোনায় ১৪৩ জন মারা যান, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ মৃত্যু।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ১৩২, ১৪৩, ১১৫, ১১২, ১০৪, ১১৯ ও ৭৭ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১২ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৭৭৭ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১১৯ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.