দিনাজপুরে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫১

দিনাজপুরে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৭১ জনের মৃত্যু হলো। এছাড়া একই সময়ে নতুন করে ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে দুইজন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা হলেন -জালাল উদ্দীন (৬৭) ও রফিকুল ইসলাম (৭১)। বাকীরা হলেন- দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গ্রামের ইসাহাক আলী (৭০) এবং খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের আসির উদ্দিন শাহ (৮৫)।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোসাল পার্সন ডা. শাহ মো. এজাজ-উল হক জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলার ৩৯৫টি নমুনা পরীক্ষায় ১৫১ জনের করোনা পজিটিভ ফল এসেছে। নমুনা পরীক্ষার বিবেচনায় জেলায় আক্রান্তর হার ৩৮ দশমিক ২২ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শুধুমাত্র সদর উপজেলায় করোনা আক্রান্তের হার ৮৩ শতাংশ।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে জেলায় আরও চারজনের জনের মৃত্যু হয়েছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.