কাশ্মিরকে আলাদা রাষ্ট্র বলছে টুইটার

জম্মু-কাশ্মির এবং লাদাখকে আলাদা রাষ্ট্র হিসেবে মানচিত্রে দেখিয়ে ভারতের শাস্তির মুখে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। টুইপ লাইফ বিভাগের মানচিত্রে জম্মু-কাশ্মির এবং লাদাখকে আলাদা রাষ্ট্র হিসেবে প্রদর্শন করায় মাইক্রোব্লগিং এই ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ভারতের সরকার।

টুইপ লাইফ সেকশনে জম্মু-কাশ্মির এবং লাদাখকে ভারতের বাইরের ভূখণ্ড হিসেবে দেখিয়েছে টুইটার। বিকৃত এই মানচিত্র ভারতীয় একজন টুইটার ব্যবহারকারী সামনে আনেন। পরে অনেকেই এটি নিয়ে টুইটারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

মানচিত্র বিকৃতির অভিযোগে টুইটারের বিরুদ্ধে ভারত সরকার কঠোর পদক্ষেপ নিতে পারে বলে দেশটির বিভিন্ন সূত্র জানিয়েছে।

টুইটারের নীতিমালা নিয়ে ভারত সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। কিছুদিন আগে বিজেপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার টুইট বার্তায় টুইটার ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ ট্যাগ জুড়ে দেওয়ায় ভারতের ক্ষমতাসীন সরকার ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। এ নিয়ে টুইটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় ভারত সরকার। এমনকি ভারতে টুইটারের অস্থায়ী প্রধান কর্মকর্তাকে সরকারি একটি কমিটির কাছে জবাবদিহিও করতে হয়।

সূত্র: এনডিটিভি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.