সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন নতুন রেকর্ড তৈরী করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৯ হাজার ৫২৪ কোটি ২৯ লাখ ১৮ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৯ হাজার ৭৯৮ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার  টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৭৪ কোটি ৩৮ লাখ ৭৯ হাজার টাকার বা ২.৮০ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪০ দশমিক ০৮ পয়েন্ট বা  দশমিক ৬৬ শতাংশ বেড়েছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে  ২ হাজার ১৯৯ দশমিক ৫৩ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ১০.৯৩ পয়েন্ট বা দশমিক  ৮৫ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ১৪০টির। আর ১১টির দাম ছিল অপরিবর্তিত।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২  হাজার ৫০৩ কোটি ৯৩ লাখ ৭১ হাজার টাকা বা  দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ১৩৪ কোটি ৮২ লাখ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ১০ হাজার ৬৩৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার টাকায়।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.