চুয়াডাঙ্গায় একদিনে শতভাগ করোনা শনাক্ত

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। পাল্লা দিয়েছে বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪১ জনের নমুনা পরীক্ষায় সবাই শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতভাগ। এ ছাড়া করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯ জন, দামুড়হুদা উপজেলায় একজন, আলমডাঙ্গা উপজেলায় সাতজন এবং জীবননগর উপজেলায় ১৪ জন। মৃত দুজনের মধ্যে একজন জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আব্দুস সোবহান এবং দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের রুহুল আমীন।

এ পর্যন্ত চুয়াডাঙ্গায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৩৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৯ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন। মারা গেছেন ৯১ জন।

বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা ৬৯৭ জন। এর মধ্যে হোম আইসোলেশন আছেন ৬৩৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন এবং রেফার আছেন তিনজন।

এদিকে, করোনা সংক্রমণের হার উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গা পৌর এলাকা, আলুকদিয়া ইউনিয়ন, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় কঠোর লকডাউন চলছে। তবে বেশির ভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছে না।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.