বেতন বাড়ছে ক্রিকেটারদের

খেলোয়াড়দের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও করোনা মহামারির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। ধারণা করা হচ্ছিল গত ১৫ জুন বোর্ড সভায় সিদ্ধান্ত হবে কারা থাকছেন নতুন চুক্তিতে।

তবে সেটির সিদ্ধান্ত ঝুলে গেছে। তবে শিগ্রই নতুন চুক্তিতে থাকা খেলোয়াড়দের নাম জানানো হবে। এবার চুক্তিতে থাকা খেলোয়াড় ও স্টাফদের বেতন বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স আকরাম খান।

“১০-২০ শতাংশ বাড়বে। সেটা আমরা মৌখিকভাবে অনুমোদন নিয়েছি যে বেতনটা বাড়বে, সেটারও সময় নিতে হবে।”

বেতন বাড়াতে আকরাম খান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের নিকট অনুরোধ করেছেন বলেও জানান।

“এই পরিস্থিতিতে অন্যান্য বোর্ডে খেলোয়াড় বলেন স্টাফ বলেন বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য।”

এবারের চুক্তিতে আসছে ভিন্নতা। খেলোয়াড়দের ইচ্ছার উপর চুক্তিসই হবে বলে আগেও জানান বিসিবি প্রধান। আকরাম খান সেটা আরও স্পষ্ট করেছেন। জানিয়েছেন, কে কোন ফরম্যাটে খেলতে চায় সে অনুযায়ী চুক্তি হবে।

“বোর্ড সভার পর আমরা নির্বাচকদের সাথে বসে মোটামুটি কিছু জানার ব্যাপার ছিল তো আমরা ওটা জেনেছি। আমরা দুই একদিনের মধ্যে খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। মানে ওরা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। সেটা আসার সাথে সাথেই চুক্তিটা চূড়ান্ত করে ফেলবো।”

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.