গাড়িতে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার আরএস সি এন জি পাম্পে একটি ট্রাকে গ্যাস নেয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ট্রাকটিতে থাকা এক নারী নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর ।

সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। হাজারীবাগ থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সজল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এএসআই সজল জানান, বেড়িবাঁধ এলাকার ওই সিএনজি পাম্পে একটি ট্রাক কয়েকজন নারীকে নিয়ে আসে। ট্রাকে গ্যাস নেয়ার সময় সবাই নেমে গেলেও ওই নারী ট্রাকের ভেতরেই বসে ছিলেন। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম-ঠিকানা এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী পেশায় শ্রমিক ছিলেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আমরা জানতে পেরেছি হাজারীবাগের বেড়িবাঁধ একটি পাম্পে ট্রাকে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত এক নারীকে ঢামেকে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.