ইসলামী ব্যাংক চট্টগ্রাম নর্থ জোনের শরিয়াহ সচেতনতা শীর্ষক সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম নর্থ জোনের উদ্যোগে শরিয়াহ সচেতনতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে এটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

সম্মেলনে শরিয়াহ সচেতনতা বিষয়ে আলোচনা করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ। অনুষ্ঠানে চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মো. নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা ও চট্টগ্রাম নর্থ জোনের শাখাব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ এফসিএমএ বলেন, বিশ্বব্যাপী শরিয়াহ ভিত্তিক ব্যাংকিংয়ের জনপ্রিয়তা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। গ্লোবাল ফাইন্যান্সের প্রায় ৫ শতাংশ শরিয়াহভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি অনেক বেশি।

দেশের ২৫ শতাংশ ব্যাংকিং ইসলামী ব্যাংকিং এর আওতায় পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইসলামী ব্যাংকিং পরিচালনায় শরিয়াহর নীতি ও প্রচলিত আইন দুটোই পরিপালিত হয়। শরিয়াহর নীতিমালা পরিপালন ছাড়া সফলতা অর্জন সম্ভব নয়।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.