ব্লক মার্কেটে ১১১ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৫৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১১ কোটি ৩৫ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ফরচুন সুজ ১০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এশিয়া ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বে-লিজিং, বিডি ফিন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, বার্জার পেইন্টস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ডিবিএইচ, ডাচ-বাংলা ব্যাংক, ই-জেনারেশন, এমারেল্ড অয়েল, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স,আইসিবি, আইসিবি থার্ড এনআরবি, কাট্টালি টেক্সটাইল, লাফার্জ হোলসিম, লুব-রেফ বাংলাদেশ, ম্যাকসন্স স্পিনিং, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মোজাফফর হোসেন স্পিনিং, এমটিবি, ন্যাশনাল ফিড মিল, এনআরবিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিএফফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, স্যালভো কেমিক্যাল, সন্ধানী ইন্স্যুরেন্স, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, এসকে ট্রিমস, সোনালী পেপার, স্কয়ার ফার্মা ও তাওফিকা ফুডস লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.