সপ্তাহজুড়ে সূচকের সাথে বেড়েছে লেনদেনও

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৩.৫১ শতাংশ। সপ্তাহজুড়ে সূচক ও লেনদেনের উত্থানে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব পড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে ৫ কর্মদিবস লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ কর্মদিবস।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ১০ হাজার ২৫৮ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭ হাজার ৬৮৩ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার  টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৫৭৪ কোটি ৮৬ লাখ ৯৬ হাজার টাকার বা ৩৩.৫১ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৬৭ দশমিক ৬১ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ বেড়েছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৩ দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ বেড়ে ২ হাজার  দশমিক ১৮৯ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ৮.১৬ পয়েন্ট বা ৬৪ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ১৩০টির। আর ৪৯টির দাম ছিল অপরিবর্তিত।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ২০৩ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার টাকা বা ১ দশমিক ২৩ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২ হাজার ৭৪৩ কোটি ৫০ লাখ ২৮ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায়  ৫ লাখ ৮ হাজার ৯৪৭ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার টাকায়।

অর্থসূচক/এসএ/

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.